Sunday, November 19, 2023

অমর গানের পোস্টমর্টেম ও উত্তরণের উপায়

 

অমর গানের পোস্টমর্টেম ও উত্তরণের উপায়

‘কারার ঐ লৌহ-কবাট’ শত বছরের এক অবিনাশী অমর গান। সময়ের প্রয়োজনে লেখা হলেও গানটির লোকপ্রিয়তায় সামান্য ঘাটতি হয়নি। ব্রিটিশিবিরোধী মানসে লেখা গানটি সব ধরনের অন্যায়, অবিচার ও বিচারহীনতার বিরুদ্ধে সোচ্চার, ফলে এখনো সমানভাবে এটি প্রাসঙ্গিক।

একটু পেছনে ফেরা যাক। নিজের সবচেয়ে প্রিয় নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের কারাবরণের পর তাঁরই পত্রিকা ‘বাংলার কথা’র জন্য দেশবন্ধুর সহধর্মিণী বাসন্তী দেবীর অনুরোধে তাৎক্ষণিকভাবে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন এই গান। বলা প্রয়োজন, গানটি ১৯২১ সালে লেখা হলেও ‘বাংলার কথা’য় প্রকাশিত হয় ১৯২২ সালের ২০ জানুয়ারি।

কবি হুগলি জেলে থাকাকালীন অসংখ্য কারাবন্দী বিপ্লবীদের সঙ্গে বজ্রকণ্ঠে গাইতেন এই গান। যার প্রভাবে তৎকালীন স্বাধীনতাকামী ভারতীয় যুবসমাজ স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বেলিত হয়ে ওঠে। ব্রিটিশবিরোধী আন্দোলনে আপামর মানুষকে এভাবে আর কোনো গান উদ্দীপ্ত করতে পারেনি। এরপর যা হওয়ার তা–ই হলো। ভীত-শঙ্কিত ব্রিটিশরাজ এই গানকে বাজেয়াপ্ত করল।


শেয়ার করুন

0 coment rios: